ওয়াইফাই কানেকশনে প্রায়োরিটি সেট করুন

যাদের বাসায় ওয়াইফাই রাউটার আছে, নিশ্চিত ভাবে ধরে নেয়া যায় যে তাদের বাসায় একাধিক ডিভাইস আছে যা এই ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে। আর ওয়াইফাই মানুষ কেন ব্যবহার করে, এক নেটওয়ার্কে একাধিক ডিভাইস কানেক্ট করার জন্যই তো।
কখনো আপনার সাথে কখনও এমন হয়েছে যে আপনার একটা দরকারী কাজ, আপনার নেট স্পিড দরকার, কিন্তু আপনার বাসায় আসা কোনো গেস্ট বা রিলেটিভ এসে আপনার ওয়াইফাই ব্যবহার করে দিব্যি ডাউনলোড দিয়ে বসে আছে, স্পিড বেশীরভাগ সেই টেনে নিচ্ছে। আপনার সাথে না হলেও আমার সাথে হয়েছে। তাই কি আর করার, এ সমস্যা সমাধান খোঁজা শুরু।

অনেক, বিশেষ করে দামী, রাউটারের ফার্মওয়্যারে নির্দিষ্ট ব্যান্ডউইদ ডেডিকেট করে দেওয়া যায়, তবে তা সাধারণত সব রাউটারে থাকে না; আর মূলত এটা রাউটারের না, সুইচের একটা অপশন। তবে রাউটার দিয়ে আপনি ব্যান্ডউইদ প্রায়োরিটি দিয়ে দিতে পারেন। যে ম্যাক অ্যাড্রেসকে আপনি যেই রকম প্রায়োরিটি দিবেন, সে সেইরকম ব্যান্ডউইদ টানতে পারবে।

ব্যান্ডউইদ প্রায়োরিটি সেট করার জন্য প্রথমে আপনার রাউটারের ওয়েব ইন্টারফেসে লগ-ইন করুন। তারপর QoS (Quality of Service) এই অপশনটি খুঁজুন। এখানে MAC Priority নামক একটা সেকশন দেখতে পারবেন।
প্রথমে QoS এনাবল করুন। তারপর পোর্ট WAN-এ এবং প্যাকেট শিডিউলার HTB-এ থাকলে পরিবর্তন করার দরকার নেই।

তারপর নিচে দেখবেন ম্যাক প্রায়োরিটি অপশন বিদ্যমান। সেখানে আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস লিখে অ্যাড বাটনে এবং তারপর সেভ বাটনে ক্লিক করুন। ম্যাক অ্যাড্রেস বের করতে অসুবিধায় পড়লে দেখুন – ম্যাক অ্যাড্রেস বের করুন

ধাপ – ৬, ৭

পেজ রিফ্রেশ হয়ে লোড হবার পর দেখবেন আপনার ম্যাক অ্যাড্রেসের পাশে প্রায়োরিটি সেট করার জন্য একটা বক্স আসছে। সেখানে ৫টি অপশন (DD-WRT ফার্মওয়্যার হলে, ভিন্ন ফার্মওয়্যারে ভিন্ন রকম হতে পারে) বিদ্যমান।

অপশনগুলোর মধ্যে Exempt ক্যাটাগরী নুন্যতম ৬০% ব্যান্ডউইদ টানবে, Premium ক্যাটাগরী নুন্যতম ২৫%, Express ক্যাটাগরী নুন্যতম ১০%, Standard ক্যাটাগরী নুন্যতম ৫% এবং Bulk ক্যাটাগরী নুন্যতম ১% ব্যান্ডউইদ টানবে।

কোনো ম্যাক ডিলেট করতে হলে ম্যাক অ্যাড্রেসের বাম পাশে ডিলেট বক্স চেক করে সেভ বাটনে ক্লিক করে অ্যাপ্লাই সেটিংসে বাটনে ক্লিক করুন।

আমার ওয়াইফাই, ম্যাক্সিমাম প্রায়োরিটি থাকবে আমারই। আমার ওয়াইফাই আর আমিই স্পিড পাবো না, তা হবে না তা হবে না। 😈

আসাদুজ্জামান নূর
 

"আসাদুজ্জামান নূর" শব্দ দু'টোর আভিধানিক অর্থ দাঁড়ায় "কালের সিংহ মানে সময়ের বীর, আলো/ আলোপ্রাপ্ত/ আলোকিত বা আল্লাহর পক্ষ থেকে হেদায়াতের আলোয় আলোকিত"... জানি না আমি তেমন কিনা.. আশায় আছি, এক প্রানবন্ত ভবিষ্যতের.. ফেসবুকে, টুইটারে, গুগল প্লাসে আমি