নিশ সাইট স্টার্ট আপ ১.৪ – ট্রাফিক ও ইনকাম আপডেট
অথোরিটি সাইটটি নিয়ে নিয়মিত আপডেটেড রাখার কথা ছিল সবাইকে, কিন্তু নানা কারণে ব্যস্ততায় সেটা করা হয়ে উঠেনি। তাই আজকে একসাথে প্রথম মাস থেকে জুলাই পর্যন্ত ট্রাফিক ও ইনকাম আপডেট দিয়ে দিবো।
ইতোপূর্বে এই সাইট বা অন্য সাইটের ট্রাফিক ডাটা দেখিয়েছি বিভিন্ন জায়গায়। সাধারণত কোথাও ইনকাম স্ক্রিনশট দেখাই না। এই প্রথম পাবলিকালি আমার কোন সাইটের ইনকাম স্ক্রিনশট দেখানো হচ্ছে।
ট্রাফিক আপডেট
প্রথম দিকে বেশ কিছু ভালো কাজ করা হলেও পরবর্তীতে ব্যস্ততার দরুণ লম্বা একটা সময় সাইটের কোন কাজই করা হয়নি। তারপরেও ধীরে ধীরে আগাচ্ছে। বাজেট একাধিক সাইটের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় আপাতত এখানে দিতে পারছিনা। এই মাসের মধ্যে এক দেড় হাজার ডলার ইনভেস্ট করার ইচ্ছা আছে এখানে।
এই হচ্ছে ডেইলি ট্রাফিক ডাটা –
একদম শেষে ট্রাফিক ড্রপ দেখাচ্ছে, এর কারণ এখনো দিন অনেক বাকি, আমি যখন পোস্ট লিখছি নতুন দিন কেবল শুরু হয়েছে। ধীরে ধীরে সেটা আরও বাড়বে ঈনশাআল্লাহ।
আর আমি সাইটে জেটপ্যাক এর সাইট স্ট্যাটস একদম প্রথম থেকে ব্যবহার করিনি, তাই কিছু ডাটা মিসলিডিং হতে পারে (যেমন অল টাইম ভিউস)।
মে মাসে প্রথম সপ্তাহে জেটপ্যাকের সাইট স্ট্যাটস ফিচার চালু করেছিলাম। তাই দ্বিতীয় সপ্তাহ থেকে এখন পর্যন্ত ট্রাফিক নিচের ছবিতে দেখতে পারবেন –
আর এটা হচ্ছে গুগল এনালিটিক্স এর ডাটা –
সাইট চালু করেছিলাম জানুয়ারীর শেষের দিকে। সে হিসেবে সাইটের এইজ ৬ মাসের কিছু বেশি হয়েছে। অন্যান্য কাজে ব্যস্ত থাকায় এই সাইটে রিসেন্টলি খুব একটা সময় দেয়া হয়নি, নতুন পোস্ট বা লিঙ্ক বিল্ডিং খুবই খুবই কম করা হয়েছে।
ট্রাফিক ক্রমশ বাড়ছে, ধীরে ধীরে এটা আরও বাড়বে। আর কিছু সিজনাল কিওয়ার্ডকেও টার্গেট করা হয়েছে; সেগুলোর সিজন চলে আসলে আশা করা যায় ট্রাফিক আরও বেড়ে যাবে। পেইজেস পার সেশন কিভাবে বাড়ানো যায় সেটার দিকে আপাতত নজড় দিবো এবং নতুন লিঙ্ক বিল্ডিং অপরচুনিটি খুঁজবো।
আপাতত গেস্ট পোস্টিং আউটরিচের জন্যে অভিজ্ঞ কোন লোককে খুঁজছি। আমার পাঠকদের মধ্যে কেউ ইতোপূর্বে একাধিক সাইটের জন্যে সফল গেস্ট পোস্টিং করে থাকলে আমাকে জানাতে পারেন। ভালো বাজেট আছে, দীর্ঘ মেয়াদি কাজের সুযোগ আছে। শুধুমাত্র নিজেকে যোগ্য মনে করলেই জানাবেন – iam [at] projuktigeek.com এই ঠিকানায় কেন আপনি যোগ্য, ইতোপূর্বে কাজের স্যাম্পল এবং আপনি কিভাবে কাজটা করবেন সেটা জানিয়ে মেইল করতে পারেন।
ইনকাম আপডেট
যেহেতু তেমন কাজ করা হয়নি এখন পর্যন্ত সে হিসেবে আর্নিং গ্রাফ সুবিধাজনক দিকেই এগোচ্ছে। গত চার মাসের রেভিনিউ দেখে গেস করতেই পাচ্ছেন প্রতি মাসেই তার পূর্বের মাসের প্রায় দ্বিগুণ আসছে। এই মাসে লিঙ্ক বিল্ডিং এবং নতুন কিছু আর্টিকেল দিবো।
ঈনশাআল্লাহ এতে পরিমাণ আরও বাড়বে।
এখন পর্যন্ত গত মাসে এই নিশ সাইট থেকে সর্বোচ্চ এসেছে ৩৭৬.০৬ ডলার।
আমি যেভাবে ভেবেছি সেভাবে সবকিছু ঠিক ঠাক ভাবে হলে এই সাইট থেকেই মাসে কয়েক হাজার ডলার পাওয়া সম্ভব। আমি পরবর্তী আপডেটগুলোও আপনাদেরকে জানিয়ে দিবো সময়ে সময়ে।
আর যারা নতুন শুরু করছেন, তারা দেখতেই পাচ্ছেন, প্রথম দিকে ক্লিক এবং অর্ডার খুব একটা হয়না বললেই চলে। কিন্তু ধীরে ধীরে সেটা বাড়তে থাকে। তাই হতাশ হবার কিছু নেই।
এই সিরিজের আগের তিনটি আর্টিকেল মিস করে থাকলে নিচের লিঙ্কগুলো থেকে দেখে নিন –