কিওয়ার্ডের সিজনালিটি কিভাবে চেক করবো?
আর্টিকেল লেখার অনুপ্রেরণা এসেছে অ্যামাজন অ্যাফিলিয়েট বাংলাদেশ গ্রুপের এডমিন সোহেল ভাইয়ের থেকে। উনি আমাকে প্রায়ই কিওয়ার্ড চেক করে দিতে বলেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই উনাকে কষ্ট দেই “ভাই, এটা সিজনাল কিওয়ার্ড’ বলে। :p
নতুনরাতো বটেই, কখনো কখনো অভিজ্ঞরাও ভুলবসত সবকিছু চেক না করেই সিজনাল কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করে দেয়। এক্ষেত্রে আমিও পিছিয়ে নেই। একাধিকবার আমি না জেনেই সিজনাল নিশে কাজ করেছি।
বাজেট থাকলে, অভিজ্ঞতা থাকলে এটা খুব বড় কোন সমস্যার কারণ না হলেও, নতুনরা এমন করলে বিশাল সমস্যা তৈরী হয়। দেখা যাবে সাইট র্যাংক করানোর পরেও আশানুরূপ সার্ভিস বা সেল না পেয়ে ফ্রাস্টেটেড হয়ে গেছে।
মনের কষ্টে কাজ ছেড়ে দেয়ার মতো ঘটনা ঘটলেও অত্যুক্তি হবেনা।
তাই এমন কিছু যাতে না হয়, সেটার জন্যে কাজ শুরুর আগেই কিওয়ার্ডের সিজনালিটি চেক করে নিতে হবে। ছোট্ট টিপস, তাও সুন্দরভাবে ডকুমেন্টেড রাখতে ছোট এই আর্টিকেলটা লেখা।
পদ্ধতি ১ – গুগল ট্রেন্ডস
ঠিকানা – https://trends.google.com/trends/
অনেকেই হয়তো গুগলের এই ফ্রি টুলটির কথা জেনে থাকবেন, আবার কেউ কেউ নাও জেনে থাকতে পারেন। কিন্তু এটি কোন টপিক গুগলে কেমন জনপ্রিয় সেটি জানতে দারুণ ভাবে কাজ করে।
যেমন কোন কিছুর চাহিদা প্রতি বছর আগের তুলনায় কমছে, সেটা আপনি শেষ কয়েক বছরের ডাটা থেকেই বুঝে নিতে পারবেন। তাই ধরে নিবেন এই জিনিস যেহেতু ধীরে ধীরে চাহিদা কমছে, তাই কাজ না করাই উত্তম।
আবার কোন নিশ বছরে বছরে বাড়ছে সেটিও দেখতে পারবেন। কোন নিশ একই তালে চলে আসছে, সেটাও দেখতে পারবেন।
উদাহরণ –
পদ্ধতি ২ – কিওয়ার্ড ফাইন্ডার
ঠিকানা – https://kwfinder.com
আদতে কিওয়ার্ড রিসার্চ টুল হলেও এটির সাবস্ক্রিপশন কিনি মূলত সার্চ ট্রেন্ড বা সিজনালিটি দেখার জন্যেই। আমার কাছে এই টুলের গ্রাফ তুলনামূলক স্যাটিস্ফাইং মনে হয়।
মানুষ ভেদে ভালো লাগা ভিন্ন থাকতে পারে। তবে কয়েকদিন ব্যবহার করলে আপনারও ভালো লাগবে।
তবে আনন্দের বিষয় এই যে, এটি ফ্রি না হলেও, ফ্রিতে প্রতিদিন কিছু কিওয়ার্ড আপনি চেক করতে পারবেন, আর সেখানে কিওয়ার্ডের ট্রেন্ড এর ডাটাও থাকবে।
উদাহরণ –
পদ্ধতি ৩ – ওয়ার্ডট্র্যাকার
ঠিকানা – https://www.wordtracker.com/
এটিও একটি পেইড টুল এবং ফ্রিতে আপনাকে কিছু কিওয়ার্ড ডাটা দেখতে দিবে। এখান থেকে কিওয়ার্ডের সিজনালিটি চেক করার সুযোগ আছে।
এখন আপনি চাইলে সবগুলোই ব্যবহার করতে পারেন কিংবা নির্দিষ্ট একটি ব্যবহার করতে পারেন। তবে আমি সাধারণত কিওয়ার্ড ফাইন্ডার দিয়েই চেক করি, এরপর কখনো ডাবল চেক করার প্রয়োজন হলে গুগল ট্রেন্ডসও ব্যবহার করি। ওয়ার্ডট্র্যাকার এর প্রসঙ্গ আনলাম যাতে করে কিওয়ার্ড ফাইন্ডার ফ্রি কোটা শেষ হয়ে গেলেও আরও কইছ ফ্রি ডাটা কালেক্ট করতে পারবেন।
মনে কোন প্রশ্ন আসছে? নিচে জানান, আমি উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ্।