পেনড্রাইভ বুটেবল করার পদ্ধতি

আধুনিক এই যুগে পৃথিবী চলে এসেছে হাতের মুঠোয়। এখন মানুষের হাতে এমন সব ডিভাইস আছে যা হয়তোবা কোনো এককালে কল্পনাসাধ্য ছিলো, উদাহরণস্বরূপ পেনড্রাইভ। আধুনিক বিজ্ঞানের আশীর্বাদে পৃথিবী আপেক্ষিকভাবে ছোট হয়ে যাচ্ছে সেইসাথে প্রযুক্তির যন্ত্রগুলোও ছোট হয়ে যাচ্ছে দিনে-দিনে। গত শতাব্দীর হাতির সমান যন্ত্রগুলো এই শতাব্দীতে বিড়াল, ঘাসফড়িং-এর সমতুল্য হয়ে গেছে। উদাহরণ স্বরূপ ১৯৭৯ সালের একটি ২৫০ মেগাবাইট হার্ড ডিস্কের একটি ছবি দেখুন –

হার্ডডিস্ক

২৫০ মেগাবাইটের হার্ডডিস্ক

আকার কমার সাথে বেশ কিছু সীমাবদ্ধতাও তৈরী হচ্ছে। যেমন এখনকার আল্ট্রাবুক গুলোতে সাধারণত অপটিক্যাল ডিস্ক ড্রাইভ দেয়া থাকে না। কারণ দিলে ল্যাপটপটা একটু মোটা হয়ে যায়। সেই কারণে অনেকেই, বিশেষ করে নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করার ক্ষেত্রে সমস্যায় পড়েন। কিন্তু এটা যদি বিশাল একটা সমস্যা হতো তাহলে কোনদিনও এই সব নামীদামী কোম্পানীগুলো এভাবে ল্যাপটপ বানাতো না। আসলে এটা কোনো সমস্যাই না। শুধুমাত্র সিডি বা ডিভিডিই যে বুটেবল মিডিয়া তা নয়, আপনি চাইলে পেনড্রাইভ, মেমোরী কার্ডকেও বুটেবল ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারবেন। কিভাবে? ঠিক এইভাবে –

 

উইন্ডোজে যেভাবে পেনড্রাইভ বুটেবল করবেন

পদ্ধতি ‍‍এক :
পৃথিবীতে সবচেয়ে বেশী ব্যবহৃত অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজে পেনড্রাইভ বুটেবল করার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে। তবে পেনড্রাইভ বুটেবল করার পদ্ধতিটা কি করার জন্য পেনড্রাইভ বুটেবল করবেন সেটার উপর ভিত্তি করে। আপনি যদি পেনড্রাইভ বুটেবল করে কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশন ইনস্টল করতে চান বা লাইভ ইউএসবি বানাতে চান তাহলে পেনড্রাইভ লিনাক্সের ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার ব্যবহার করতে পারেন।

লাইভ ইউএসবি বা বুটেবল পেনড্রাইভ বানানোর জন্য ডাউনলোড করুন ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার।

পেনড্রাইভ বুটেবল করার পদ্ধতি

তারপর পেনড্রাইভকে পিসিতে লাগিয়ে সফটওয়্যারটি চালু করুন। যে লিনাক্স ডিস্ট্রিবিউশনের লাইভ ইউএসবি বানাবেন তা সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ ডিস্ট্রোটি উবুন্টু হলে নিচের চিত্রের মত উবুন্টু সিলেক্ট করুন। তারপর নিচের অপশনের ব্রাউজ বাটনে চেপে আপনার ডাউনলোড করা আইএসও ইমেজটি সিলেক্ট করুন। তারপরের অপশনে আপনার পেনড্রাইভ সিলেক্ট করুন। পেনড্রাইভটি খালি হলে ফরম্যাট অপশনটি চেক করার দরকার নেই, অন্যথায় ফরম্যাট অপশনটি চেক করুন। সবার শেষের অপশনে রয়েছে ইউএসবি পারসিস্টেন্স। যেহেতু এটা একটি লাইভ ইউএসবি হবে, স্বভাবতই আপনি যখন এটাতে বুট করবেন এবং কোনোকিছু এটাতে মানে আপনার লাইভ উবুন্টু ডিস্ক ড্রাইভে সেভ করবেন, পিসি অফ করা মাত্রই আপনার ফাইল গায়েব হয়ে যাবে। পরবর্তী বুটে আপনি তা খুঁজে পাবেন না। যদি আপনি যা এই লাইভ ডিস্কে সেভ করবেন তা হারাতে না চান, তাহলে ইউএসবি পারসিস্টেন্স অপশনে যেয়ে যতটুকু জায়গা আপনি লাইভ ডিস্কে ব্যবহার করতে চান ততটুকু জায়গা দিয়ে Create বাটনে চাপ দিন। অবশিষ্ট জায়গা (যদি থাকে) আপনি একটি সাধারণ পেনড্রাইভের মতই ব্যবহার করতে পারবেন।

ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার

Universal USB Installer

 

পদ্ধতি দুই :
উইন্ডোজে বুটেবল ডিস্ক বানানোর জন্য আমার প্রিয় একটি সফটওয়্যার হচ্ছে রাফাস। রাফাস মূলত একটি ডিস্ক-ফরম্যাটিং সফটওয়্যার। এই সফটওয়্যার ওপেন করার পর প্রথম অপশনে আপনি আপনার ডিভাইস সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশনটি থাকে আপনার পার্টিশন স্কিম, অর্থাৎ জিপিটি পার্টিশন টেবিল বা এমবিআর পার্টিশন টেবিল, যে পার্টিশন মোড আপনার দরকার সে পার্টিশন মোড সিলেক্ট করুন। তারপর ফাইল সিস্টেম, এখানে কোন ফরম্যাটে আপনি ডিস্কটি ফরম্যাট করবেন সেটা সিলেক্ট করবেন। ক্লাস্টার সাইজ ডিফল্টই রাখুন। ভলিউম লেবেলে থাকবে আপনার ডিস্কের নাম, এটা যদিও অনেকক্ষেত্রে ইমেজের উপর ডিপেন্ড করে। তারপর Create a bootable disk using এই অপশনে আপনার ডিস্ক ইমেজ ফাইলের ফরম্যাট অনুযায়ী সিলেক্ট করুন। পাশের ছবিতে ক্লিক করে আপনার ইমেজ ফাইলটি সিলেক্ট করুন। তারপর Create extended label and icon files এই অপশনটি চেক করে Start বাটনে চাপ দিন।

রাফাস

Rufus

রাফাস ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন

পেনড্রাইভ বুটেবল করার পদ্ধতি

[OS Selection]

লিনাক্সে যেভাবে পেনড্রাইভ বুটেবল করবেন

পদ্ধতি এক :
লিনাক্সের জন্য আলাদা কোনো সফটওয়্যারের দরকার নেই। টার্মিনাল দিয়েই বুটেবল ডিস্ক বানানো সম্ভব। বুটেবল ডিস্ক বানানোর জন্য প্রথমে পেনড্রাইভটি ইউএসবি পোর্টে লাগান। তারপর টার্মিনাল ওপেন করে কমান্ড দিন

$ lsblk

আপনার পিসিতে লাগানো সব ডিস্ক ড্রাইভ দেখাবে। এখানে আপনার পেনড্রাইভ ডিস্ক ব্লকটি /dev/sdxn মনে রাখুন। এখানে x হচ্ছে যেকোনো অক্ষর আর ‍n হচ্ছে যেকোনো সংখ্যা যেমন ১,২,৩……. । তারপর কমান্ড দিন

$ sudo umount /dev/sdxn
$ sudo dd if="/path/to/your/file.iso" of=/dev/sdx

 

আপনি ব্লক সাইজও সেট করে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি শেষে bs দিয়ে আপনার ব্লক সাইজ দিবেন। যদি আপনি ব্লক সাইজ ১ এমবি করে দিতে চান তাহলে কমান্ডটি হবে

$ sudo dd if="/path/to/your/file.iso" of=/dev/sdx bs=1M

প্রসেস শেষ হওয়ার পর আপনি প্রসেস ইনফো দেখতে পাবেন।

পদ্ধতি দুই :
টার্মিনাল ব্যবহার করতে ভালো না লাগলে আপনি GNOME MultiWriter ব্যবহার করতে পারেন। GNOME MultiWriter  ইনস্টল করার জন্য টার্মিনাল ওপেন করে কমান্ড দিন

$ git clone https://github.com/hughsie/gnome-multi-writer.git
$ ./autogen.sh
$ make
$ sudo make install

অ্যাপ্লিকেশন লঞ্চার থেকে GNOME MultiWriter ওপেন করে প্রথমে Import ISO তে ক্লিক করে আইএসও ইমেজ ওপেন করুন।

GNOME MultiWrite

GNOME MultiWriter

তারপর পেনড্রাইভ লাগিয়ে Start Copying বাটনে ক্লিক করুন।

GNOME MultiWriter

GNOME MultiWriter

এটার একটা বড় সুবিধা হচ্ছে আপনি একসাথে একাধিক পেনড্রাইভে আইএসও বার্ন করতে পারবেন।

এছাড়াও আপনি UNetbootin ব্যবহার করতে পারেন।

[OS Selection]

ওএস এক্সে যেভাবে পেনড্রাইভ বুটেবল করবেন

পদ্ধতি এক :
ওএস এক্সের প্রসেস প্রায় লিনাক্সের মতই, তবে কমান্ড একটু ভিন্ন। টার্মিনাল ওপেন করে কমান্ড দিন

$ diskutil list

সকল ডিস্কড্রাইভের একটি লিস্ট আসবে। আপনার পেনড্রাইভের ব্লকটি মনে রাখুন। উদাহরণ স্বরূপ /dev/diskn; এখানে n যেকোনো সংখ্যা, যেমন ১,২,৩…….। তারপর কমান্ড দিন

$ sudo diskutil unmountDisk /dev/diskn
$ sudo dd if="/path/to/your/file.iso" of=/dev/diskn

আপনি ব্লক সাইজও সেট করে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি শেষে bs দিয়ে আপনার ব্লক সাইজ দিবেন। যদি আপনি ব্লক সাইজ ১ এমবি করে দিতে চান তাহলে কমান্ডটি হবে

$ sudo dd if="/path/to/your/file.iso" of=/dev/diskn bs=1048576

রানিং প্রসেস দেখাবে না। কিন্তু আপনি প্রসেসটির ইনফো দেখতে চাইলে Control+t চাপতে পারেন।

পদ্ধতি দুই :
টার্মিনাল পছন্দ না হলে UNetbootin ব্যবহার করতে পারেন। UNetbootin ডাউনলোড করার জন্য নিচের বাটনে ক্লিক করুন

পেনড্রাইভ বুটেবল করার পদ্ধতি

ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশন ডিরেক্টরীতে কপি করেন। তারপর ওপেন করেন। ওপেন হওয়ার আগে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে ওকে দিন। নিচের ডিস্কইমেজ চেক বক্সে ক্লিক করে আপনার ইমেজ টাইপ এবং তিনটা ডটেড বাটনে ক্লিক করে আপনার ফাইলটি ওপেন করুন। তারপর নিচে ডিস্ক টাইপ ও ড্রাইভ সিলেক্ট করে ওকে চাপুন।

UNetbootin

UNetbootin

এছাড়াও আরো বেশ কিছু সফটওয়্যার রয়েছে, কিন্তু তাদের বেশীরভাগই অন্তত আমার ক্ষেত্রে বিফল হয়েছে। 🙁 কিন্তু টার্মিনাল থাকতে আর কিছু লাগে নাকি? 😛
[OS Selection]

আপনার কি অভিমত পেনড্রাইভ বুটেবল করার ব্যাপারে? কমেন্ট সেকশনে তা জানান আমাদের।

আসাদুজ্জামান নূর
 

"আসাদুজ্জামান নূর" শব্দ দু'টোর আভিধানিক অর্থ দাঁড়ায় "কালের সিংহ মানে সময়ের বীর, আলো/ আলোপ্রাপ্ত/ আলোকিত বা আল্লাহর পক্ষ থেকে হেদায়াতের আলোয় আলোকিত"... জানি না আমি তেমন কিনা.. আশায় আছি, এক প্রানবন্ত ভবিষ্যতের.. ফেসবুকে, টুইটারে, গুগল প্লাসে আমি