নিশ সাইট স্টার্ট আপ ১.৬ – অক্টোবর আপডেট
গত মাসের ১১ তারিখে আমি নিশ সাইট স্টার্ট আপ এর সেপ্টেম্বর আপডেট দিয়েছিলাম। আজকে সেপ্টেম্বর ১১ তারিখ থেকে অক্টোবর ২০ তারিখ পর্যন্ত আপডেট দিবো।
যারা এখনো জানেন না নিশ সাইট স্টার্ট আপ কি, তাদের জন্যে বলছি - আমি ১০ হাজার ডলার বাজেটে একটা নিশ সাইট করার পরিকল্পনা করেছিলাম। আর সেই সাইটটাতেই কখন কিভাবে কি করছি তা নিয়ে টুকটাক আপডেট দিয়ে যাচ্ছি।
এখানে একটা বেশ মজার বিষয় ঘটেছে।
আমি যে বাজেট খরচ করবো ভেবেছিলাম, সেটাকে অনেকাংশেই মিনিমাইজ করতে পেরেছি। লিঙ্ক বিল্ডিং এর জন্যে যে বাজেট টা রেখেছিলাম তা প্রায় খরচ হচ্ছে না বললেই চলে।
কারণ কিওয়ার্ড খুবই লো কম্পিটিটিভ।
তাই আমি মোটামোটি নিশ্চিত ঐ পরিমাণ বাজেটের প্রয়োজন হবেনা। তাই একই সাথে আরও ৪-৫টা সাইট তৈরি করতে খুব একটা সমস্যা হচ্ছেনা আমার জন্যে।
ট্রাফিক আপডেট
গত আপডেটে যে ট্রাফিক ছিল, সেটার প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে এবং কন্টিনিউয়াসলি ট্রাফিক বাড়ছেই।
আগের তুলনায় এভারেজ সেশন ডিউরেশন ১ সেকেন্ড কমেছে। পেইজেস/ সেশন ১.২৩ থেকে কমে ১.১৯ হয়েছে। বাউন্স রেটটা বেড়েছে।
আমি এটা নিয়ে মোটেই চিন্তিত নই। আমার মূল টার্গেট ভিজিটরকে অ্যামাজনে পাঠানো।
সে হিসেবে আমার সাইটের জন্যে এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা।
* নিশ সাইট এর জন্যে ৮০+ বাউন্স রেট খুবই সাধারণ ঘটনা।
ইনকাম আপডেট
নিচের ছবিটি দেখলেই বুঝতে পারবেন আগের তুলনায় সাইটের আর্নিং বেশ বেড়ে গিয়েছে।
১২ই সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সাইটটি থেকে ইনকাম ১৯৭৫.০৫ ডলার। ৩ ডলার আছে বাউন্টি থেকে। যদিও আমি বাউন্টি প্রমোট করিনি কোথাও।
গ্রাফটিতে এটি মোটামোটি স্পষ্ট যে আল্লাহ চাইলে সামনের দিনগুলোতে আরও ভালো কিছু করার পোটেনশিয়াল আছে।
সামনের দিনগুলোতে আরও কিছু কাজ করার ইচ্ছা আছে। আমি খুবই আশাবাদি এই সাইটটি মাসে ৫ হাজার ডলার ছাড়িয়ে যাবে ২০১৭ সালের মাঝামাঝি নাগাদ। আল্লাহ যেন সেই আশা পূরণ করেন।
র্যাংকিং আপডেট
আগের আপডেটগুলোর কোনটাতেই র্যাংকিং আপডেট দেইনি। তবে এবার র্যাংকিং আপডেট দিয়ে দিচ্ছি।
যারা প্রথম থেকেই নিশ সাইট স্টার্ট আপ ফলো করছেন, তারা জেনে থাকবেন যে এটি একটি মাল্টি-নিশ সাইট। ধরুণ সাইটটি ফটোগ্রাফি নিয়ে, তো আমি যেটা করছি, ফটোগ্রাফি রিলেটেড সব ধরণের প্রোডাক্ট যেমন ক্যামেরা, লেন্স, ট্রাইপড, আমব্রেলা লাইট, ফ্ল্যাশলাইট ইত্যাদি নানা জিনিস যা “ফটোগ্রাফির” সাথে রিলেটেড, তা নিয়ে সাইটটি করেছি (এটি একটি উদাহরণমাত্র, বুদ্ধিমানের জন্যে ইশারাই যথেষ্ট 😉 )
উপরের ছবিতে দেখা যাচ্ছে, সাইটটি বেশ কিছু কিওয়ার্ড এর জন্যে ১ নাম্বারে র্যাঙ্ক করছে, পাশাপাশি আরও অনেকগুলোর জন্যেই ফার্স্ট পেইজে আছে। সাইটটির বয়স বাড়ার সাথে সাথে এবং আরও কিছু কাজের পর আশা করছি সেগুলোও ইম্প্রুভ করবে ঈনশাআল্লাহ।
এখানে একটি বিষয় লক্ষণীয় - এখানে সব কিওয়ার্ড নেই, ইনফোরমেটিভ কিওয়ার্ড এবং কম সার্চ ভলিউমের কিওয়ার্ড যেগুলো ট্র্যাক না করলেও হবে সেগুলো আমি বাদ দিয়েছি।
শেষ কথা
গতকালকে একটা বিষয় ভাবলাম, আমি যে এভাবে আপডেট দিচ্ছি তাতে কিছু মানুষ যেমন ইন্সাপায়ার্ড হচ্ছে আরও দারুণ গতিতে কাজ করার জন্যে।
কিছু মানুষ তেমনই ভেঙ্গে পড়ছে, মন খারাপ করছে - আমার এই সাইটের মতো তার সাইটও অল্প সময়ে সাইট কেনো হাজার ডলার আর্ন করছেনা, র্যাংকিং কেনো বাড়ছেনা ইত্যাদি নানা বিষয় নিয়ে।
যারা মন খারাপের দলে আছেন, তারা হয়তো একটা বিষয় দেখছেনা যে এখানে বেশ লম্বা একটা সময়ের অভিজ্ঞতা আছে, নির্ঘুম রাতের একটা গোছালো প্ল্যানিং আছে, একটা প্রুভেন স্ট্র্যাটেজি আছে, বড় একটা বাজেটও আছে।
প্রতিনিয়ত শেখার মধ্যে থাকুন, নিজের স্কিল যতো বাড়ানো যায় ততোটা বাড়ানোর চেষ্টা করুন। ধীরে ধীরে আপনিও পারবেন।
আমি তো ছোটখাটো একজন। আমার থেকেও অনেক অনেক বড় কেউ হতে পারবেন। তখন হয়তো আমার ব্লগ পড়ার সময়ও হবেনা 😉
দেখা হবে বিজয়ে।
#কুইট্টালান