নিশ সাইট স্টার্ট আপ ১.৫ – সেপ্টেম্বর আপডেট
আগস্টের ৩ তারিখ সর্বশেষ নিশ সাইট টির আপডেট দিয়েছিলাম। আজকের পর্বে আগস্টের ৩ তারিখ থেকে শুরু করে গতকাল অর্থাৎ সেপ্টেম্বর ১০ পর্যন্ত সাইটের আপডেট দিবো।
গত পর্বে নানা ব্যস্ততায় সাইটটি নিয়ে খুব একটা কাজ করতে পারিনি বলে যে অযুহাত দিয়েছিলাম, এ পর্বে আর সেটি দিচ্ছিনা। খুব বেশি কাজ না করলেও কিছুটা কাজ করার চেষ্টা করেছি।
আগস্ট থেকে গতকাল পর্যন্ত আমি মোট ১৬টি কনটেন্ট সাইটে অ্যাড করেছি।
এর মধ্যে ১৪ টি ইনফরমেটিভ আর্টিকেল (যাতে কোন অ্যাফিলিয়েট লিঙ্ক বসানো হয়নি)। আর ২টি অ্যাফিলিয়েট রিভিউ কন্টেন্ট। অনেকে অবাক হতে পারেন, আমি এতোগুলো নন-অ্যাফিলিয়েট কন্টেন্ট কেনো দিচ্ছি। এর পিছে আমার নিজস্ব একটা চিন্তা আছে।
কারও কাছে সেটা হাস্যকর লাগলেও লাগতে পারে, কিন্তু যাদের বোঝার তারা ঠিকই বিষয়টা বুঝে নিতে পারবেন।
আমার হাইপোথিসিস হচ্ছে, যেহেতু অ্যামাজন রিসেন্টলি অনেক অনেক নিশ সাইট ওনার এর সাইট ব্যান করে দিচ্ছে (এর অনেকগুলোই কন্টেন্ট ইস্যু)। তাই ভিজিটরদের ভ্যালুয়েবল ইনফরমেটিভ আর্টিকেল দিয়ে আমি দেখাতে চাই আমি শুধু প্রোডাক্ট প্রোমোটই করছিনা।
আমি ভ্যালুও অ্যাড করছি।
একই ভাবে গুগল থেকেও যদি কখনো আমার সাইটকে রিভিউ করা হয়, তারাও দেখতে পাবে আমার সাইটে শুধু অ্যাফিলিয়েট কনটেন্ট নেই, মনিটাইজেশন করা হয়নি এমন তথ্যপ্রদানকারী আর্টিকেলও আছে।
এটা নিতান্তই আমার পার্সোনাল মতামত, অনেকটা হাইপোথিসিস বলতে পারেন। যেটা শুধু তাত্ত্বিক, কিন্তু যৌক্তিক প্রমাণ নেই।
তবে আমি যা করছি, এর ভালো ফলও পাচ্ছি। যে ১৪টি নন অ্যাফিলিয়েট কন্টেন্ট আমি দিয়েছি, প্রতিটা আর্টিকেলই ২টি বায়িং কিওয়ার্ড টার্গেটেড কনটেন্ট এর সাথে খুবই ক্লোজ রিলেভেন্সি রাখছে। সেক্ষেত্রে কিছুটা হলেও র্যাংকিং ওনার করবে ( হাইপোথিসিস এলার্ট 😉 )
এবং সেটার ভালো ফলাফল পাচ্ছিও। আগামী মাসের আপডেটে আমি এই দুইটা কিওয়ার্ডের র্যাংকিং আপডেট দিয়ে দিবো। এর মধ্যে ১৯০০ সার্চ ভলিউম এর একটা কিওয়ার্ড অলরেডি ৬ এ এসে পড়েছে। এটা সিজনাল প্রোডাক্ট, এভারেজ সার্চ ভলিউম ৬ হলেও, শুধু মাত্র আগামী দুই মাসেও সার্চ ভলিউম ৫-৬ হাজার+ হবে এবং এই কিওয়ার্ডের আরও বেশ কিছু ভ্যারিয়েশন আছে যাদের সার্চ ভলিউম এরও একই অবস্থা।
অর্থাৎ প্রথম দিকে থাকতে পারলে আগামী মাস দু'টোতে বেশ ভালো কিছুই সম্ভব হবে ঈনশাআল্লাহ।
ট্রাফিক আপডেট
খুব ধীরে ধীরে ট্রাফিক বাড়ছে, র্যাঙ্ক করতে পারলে আগামী কয়েক মাসে বেশ বড় সড় স্পাইক দেখতে পাবো ট্রাফিক এ। যদি আল্লাহ চায়, সম্ভব হবে।
বাউন্স রেট একটু বেশি, তবে নিশ সাইটের জন্যে সাধারণত এটা ৮০% + ই থাকে। এভারেজ সেশন ডিউরেশন বাড়ানোর জন্যে কিছু কাজ করবো ভাবছি। দেখা যাক। তাছাড়া আলাদা কোন লিঙ্ক বিল্ডিং ছাড়াই বর্তমান পজিশন আমার জন্যে বেশ আশাব্যাঞ্জক।
কিছু ভালো লিঙ্ক করতে পারলেই খুব দ্রুত এগিয়ে যাবে।
ইনকাম আপডেট
এখানে আগস্টের ৩ তারিখ থেকে সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত এই সাইটটির আর্নিং ডাটা আছে।
যে পরিমাণ কাজ করেছি, সে অনুযায়ী যা আসছে তাতে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট খুশি। লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে এটাকে খুব দারুণ ভাবে স্কেলিং করে বাড়িয়ে নেয়া সম্ভব। আগামী দিনগুলোতে সেটাই প্রজেষ্টা থাকবে।
সাইটটির বর্তমান কনভার্সন রেট আমার এভারেজ কনভার্সন রেট থেকে কম। এটাকে বাড়ানোর দিকে একটু নজড় দিতে হবে। আমি গড়ে ১২% এর উপরে কনভার্সন রেট পাই। এ মাসে গত দশ দিনে সেটা ১২.৬৮%।
অনেকটা কুঁড়েমি করেই এই মাসের আপডেট দিতে দেরী হচ্ছিল। আবুল কালাম ভাইকে ধন্যবাদ। উনি আগের আপডেটের পোস্টে কমেন্ট করে জানালেন আর পোস্ট দিবো কিনা।
তো উনার কমেন্টে রিপ্লাই দেয়ার ১ ঘন্টার মধ্যেই এই আপডেট রেডি করে ফেললাম। সবাই উনাকে একটা ধন্যবাদ দিয়ে দিয়েন ছোট করে 😆
কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে প্রযুক্তিগিকে আপনারা কি ধরণের আর্টিকেল আশা করেন আমার থেকে। আর আরও লিখতে ইন্সপায়ার করতে নিচের বাটনগুলোতে ক্লিক করে কিছু ভালোবাসা শেয়ার করুন। অনেক অনেক ধন্যবাদ।
This is Ariful Islam Palash, signing off...