কয়েক ক্লিকেই অনলাইনে রিসাইজ করুন আপনার যেকোনো ছবি!
যারা ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন বা প্রায় সবসময়ই ইন্টারনেট কানেক্টেড থাকেন তাদের ছবি রিসাইজ করার জন্যে কোন সফটওয়্যার না থাকলেও চলে। কারণ অনলাইনেই এমন বেশ কিছু সার্ভিস আছে যারা ফ্রিতেই ছবি রিসাইজ করার সুবিধা দিচ্ছে। এর জন্যে গুনতে হচ্ছেনা আলাদা কোন টাকা বা হার্ডডিস্ক স্পেস।
যখন উইন্ডোজ ব্যবহার করতাম তখন ইমেজ রিসাইজার ফর উইন্ডোজ নামের অনেক ছোট্ট একটা সফটওয়্যার ব্যবহার করতাম। কিন্তু যখন লিনাক্সে শিফট করি তখন আর আলাদা কোন সফটওয়্যার খোঁজা হয়নি। মূলত তখন থেকেই ছবি রিসাইজ করার জন্যে অনলাইন সার্ভিসগুলো ব্যবহার করে আসছি। এসব ওয়েবসাইটে সিঙ্গেল ইমেজ রিসাইজ করার পাশাপাশি চাইলে ব্যাচ রিসাইজও করা সম্ভব। তাছাড়া বেশ কিছু ওয়েবসাইট ছবি রিসাইজ করার পাশাপাশি ছবিতে ইফেক্ট দেয়ার সুবিধাও দিচ্ছে।
অনলাইনে যতগুলো ছবি রিসাইজ করার সার্ভিস আছে তার মধ্যে আমি পিকরিসাইজই ব্যবহার করি। কোনরূপ ঝুট-ঝামেলা ছাড়াই সহজে রিসাইজ করা যায় এর মাধ্যমে। পিকরিসাইজ এর ওয়েবসাইটে ঢুকলেই অনেকটা নিচের মতো একটা ওয়েবসাইট সামনে আসবে।
এরপর আপনার পিসিতে থাকা কোন ছবি রিসাইজ করতে চাইলে Browse লেখাতে ক্লিক করুন, এবার আপনার ছবিটিকে দেখিয়ে দিন। এরপরে Continue লেখা বাটনে ক্লিক করুন। আপনার ছবিটি আপলোড হয়ে যাবে।
এখন Crop Menu থেকে চাইলে আপনার ছবিটিকে ক্রপ করে নিতে পারেন। আর যদি ফ্লিপ/ রোটেট করার ইচ্ছা থাকে তাহলে Rotate Menu থেকে আপনার পছন্দসই অপশন বেছে নিন।
এবার Resize Your Picture অপশন থেকে সিলেক্ট করুন আপনার ছবিকে কিভাবে এবং কতটুকু রিসাইজ করতে চান। ৭৫%, ৫০%, ২৫% আকারে রিসাইজ করতে পারবেন অথবা চাইলে আপনার মন মতো কাস্টম সাইজ দিয়েও রিসাইজ করতে পারবেন। কি করতে চান সেটা ড্রপ ডাউন মেন্যু থেকে বেছে নিন।
আর পিকরিসাইজ এর সবচেয়ে দারুণ ফিচার হচ্ছে রিসাইজ করার পাশাপাশি আপনি আপনার ছবিতে ইফেক্টও দিয়ে দিতে পারবেন। যদি ছবিতে ইফেক্ট দিতে চান তাহলে আপনার পছন্দমত ইফেক্ট সিলেক্ট করুন আর না চাইলে কিছু করার দরকার নেই, ডিফল্টভাবেই None সিলেক্ট করা থাকবে।
এবার Save as মেন্যু থেকে আপনার চাহিদামত ইমেজ ফরম্যাট সিলেক্ট করে I’m Done, Resize My Picture এ ক্লিক করলেই আপনার ছবিটি রিসাইজ হয়ে যাবে এবং আপনি সেটা ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন।
এভাবেই অতি সহজে অনলাইনেই আপনার ছবিটি রিসাইজ করে নিতে পারেন। আর যদি একাধিক ছবি একসাথে রিসাইজ করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।