হোম পেইজ স্ট্যাটিক করবো না ডায়নামিক করবো?

এটা খুবই কমন প্রশ্নগুলোর মধ্যে একটি। বিশেষ করে যারা নতুন করে অ্যামাজন অ্যাফিলিয়েশন শুরু করতে যান, তাদের থেকেই এইজাতীয় প্রশ্ন বেশি পাওয়া যায়।

উত্তর হিসেবে - কেউ বলে স্ট্যাটিক করতে, কেউ বলে ডায়নামিক করতে।

কোন ভালো সাইটে স্ট্যাটিক দেখে মনে হয় আমি স্ট্যাটিক করবো। আবার আরেকটা সাইট দেখে মনে হয় না, স্ট্যাটিক করবোনা; ডায়নামিকটাই ভালো। 

দিনশেষে দেখা যায়, পুরো বিষয়টা নিয়ে মাথা একেবারে এলোমেলো হয়ে গেছে। সিদ্ধান্তহীনতার কারণে কাজই শুরু করা হচ্ছেনা। সেই সিদ্ধান্তহীনতার অবসান ঘটে যাবে আজকে, ঈনশাআল্লাহ।

তো কোনটা আসলে ভালো এবং কেনো ভালো সেটায় যাওয়ার আগে, স্ট্যাটিক কি আর ডায়নামিক কি সেটা বুঝে নেয়াটা দরকার।

স্ট্যাটিক কি?

স্ট্যাটিক বলতে যা চেইঞ্জ হয়না, কম-বেশি সবসময়েই একই রকম থাকে। মূলত মূল কিওয়ার্ডকে টার্গেট করে হোম পেইজে কন্টেন্ট দেয়াকেই হোম পেইজ স্ট্যাটিক রাখা বলে। মূল কিওয়ার্ড হোম পেইজে না দিয়েও সাইটকে স্ট্যাটিক রাখা যায়।

নিচের সাইট দু’টি স্ট্যাটিক সাইটের উদাহরণ – (এর কোনটিই আমার না) 😉 

ডেমো ১ ​- মূল কিওয়ার্ড টার্গেটেড কনটেন্ট
ডেমো ২ - কিওয়ার্ড টার্গেটিং ছাড়া স্ট্যাটিক পেইজ

ডায়নামিক কি?

ডায়নামিক শব্দের শাব্দিক অর্থ গতিশীল। যা প্রায়ই পরিবর্তিত হয়। ব্লগ স্টাইলে সর্বশেষ পোস্টগুলোকে যখন হোম পেইজে রাখা হয় তখন সেটাকে ডায়নামিক বলে।

নিচের সাইট দু’টি ডায়নামিক সাইটের উদাহরণ –

ডেমো ১ ​
ডেমো ২ 

হোম পেইজে মূল কিওয়ার্ড টার্গেটেড কন্টেন্ট দিয়ে স্ট্যাটিক রাখার কারণ কি?

যেকোনো ওয়েবসাইটের সবচেয়ে শক্তিশালী পেইজ হচ্ছে তার হোম পেইজ। বেশিরভাগক্ষেত্রেই সবচেয়ে বেশি ব্যাকলিঙ্ক এখানেই থাকে।

যেহেতু হোম পেইজ সবচেয়ে শক্তিশালী, তাই এখানে মূল কিওয়ার্ড টার্গেট করে কন্টেন্ট দিলে র‍্যাংকিং এর জন্যে কিছু সুবিধা পাওয়া যাবে। যারা হোম পেইজে কন্টেন্ট দিচ্ছেন, তারা মূলত এই ধারণাই পোষণ করেন এবং এটি অনেকাংশেই যৌক্তিক ধারণা।

হোম পেইজে কন্টেন্ট র‍্যাঙ্ক করানো অন্য যেকোনো পেইজে র‍্যাঙ্ক করানোর তুলনায় কিছুটা সহজ।

কিন্তু এর মানে এই না যে, হোম পেইজে কনটেন্ট দেয়া ছাড়া র‍্যাঙ্ক করানো সম্ভব না। অবশ্যই সম্ভব।

হোম পেইজ ডায়নামিক রাখার কারণ কি?

যেকোনো বড় মাপের ওয়েবসাইটের ক্ষেত্রেই আপনি দেখতে পারবেন হোম পেইজে কোন কিওয়ার্ড টার্গেটেড কন্টেন্ট নেই। হয় তাদের সাইট ডায়নামিক আছে, নয়তো কোনরকম কিওয়ার্ড টার্গেটিং ছাড়া স্ট্যাটিক আছে।

সাইটকে মূলত দৃষ্টিনন্দন এবং স্বাভাবিক দেখানোর জন্যেই মূলত ডায়নামিক রাখা হয়। তাছাড়া অথোরিটি স্টাইলে সাইত তৈরি করতে চাইলে হোম পেইজে কন্টেন্ট না দেয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সাইট দেখতে স্প্যামি না বানানোই মূলত ডায়নামিক রাখার মূল কারণ।

আমি কিভাবে রাখি?

আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করলে, সবসময়েই আমার উত্তর থাকে “এটা পার্সোনাল প্রেফারেন্স এর ব্যাপার” – আপনার যেভাবে খুশি, আপনি ব্যবহার করতে পারেন।

তবে, আমি পার্সোনালি ডায়নামিক রাখি।

আমার কাছে সবসময়েই মনে হয়েছে হোম পেইজে কিওয়ার্ড টার্গেটেড কন্টেন্ট দেয়া মানে, সাইটকে দেখতে স্প্যামি করে তোলা।

তারপরেও এটা নিতান্তই আমার মতামত। মানুষভেদে মত যেমন ভিন্ন হতে পারে, দৃষ্টিভঙ্গিও ভিন্ন হতে পারে।

যদি আপনার স্ট্যাটিক পছন্দ হয়, তাহলে স্ট্যাটিক রাখুন। যদি মনে হয় ডায়নামিক রাখবেন, তাহলে সেটাও করতে পারেন। খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই, এই বিষয়টা নিয়ে।

আপনি কিভাবে রাখেন আপনার সাইটের হোম পেইজকে? ​কমেন্টে জানান।

Ariful Islam Palash
 

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। টুকটাক লেখালেখির পাশাপাশি বই পড়া, নতুন জিনিস জানার প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে তার। ব্যবসার প্রতি মনের টান রয়েছে, ভবিষ্যতে দেশের অন্যতম একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় নিজেকে। প্রয়োজনে ফেসবুকে পলাশ এর সাথে যোগাযোগ করতে পারেন। :)